চীনের অলিম্পিক বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২১, ০১:৫৫ এএম

চীনের অলিম্পিক বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২২ সালে চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বর্জন করতে যাচ্ছেন মার্কিন কূটনীতিকেরা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, চীন রেকর্ড পরিমাণে মানবাধিকার লঙ্ঘন করায় কোনো কূটনৈতিক প্রতিনিধি পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা অংশ নেবেন। 

এ পদক্ষেপের কারণে ব্যাপক প্রতিক্রয়া জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনের সিদ্ধান্তকে আত্ম-নির্দেশিত রাজনৈতিক প্রহসন বলে উল্লেখ করেছে চীন। 

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অলিম্পিক সনদের চেতনার মারাত্মক বিকৃতি বলে উল্লেখ করেছে চীনের ওয়াশিংটন দূতাবাস। রয়টার্সের বরাত দিয়ে মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, প্রতিনিধি দল না আসলে ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের ওপর কোনো প্রভাব পড়বে না। 

এর আগে চীনের পক্ষ থেকে বলা হয়, শীতকালীন অলিম্পিক বর্জন করলে পালটা ব্যবস্থা নেবে চীন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছেন, শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করবে যুক্তরাষ্ট্র।

Link copied!