জাতিসংঘে ভাষণের সুযোগ পাবে না তালেবান প্রতিনিধি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৮:১৭ পিএম

জাতিসংঘে ভাষণের সুযোগ পাবে না তালেবান প্রতিনিধি

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মনোনীত প্রতিনিধিরাজাতিসংঘের চলমান ৭৬ তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে সম্প্রতি উৎখাত হওয়া সরকারের মনোনীত আফগান দূত সোমবার (২৭ সেপ্টেম্বর) ভাষণ দেবেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিকের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ৯ লাইভের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্টিফেন দুজারিক বলেছেন, ‘আফগানিস্তানের বর্তমান স্বীকৃত জাতিসংঘের রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই। যিনি সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্ব করছেন। তিনি দেশের পক্ষে কথা বলার তালিকায় রয়েছেন।’

এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা একটি চিঠিতে তালেবানের ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে বিশ্বনেতাদের সামনে তাদের মনোনীত প্রার্থীকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানান। এজন্য তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহাইল শাহীনকে আফগানিস্তানের জাতিসংঘ দূত হিসেবে মনোনয়ন দেয়।

এসময় আমির খান মুত্তাকি আরও বলেছেন, ১৫ আগস্ট গনিকে ‘ক্ষমতাচ্যুত’ করা হয়েছে এবং সারা বিশ্বের দেশগুলো ‘তাকে আর রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দেয় না।’ অতএব, ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারে না এবং তালেবান জাতিসংঘের নতুন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুহেল শাহিনকে মনোনীত করছে। এছাড়া কাতারে শান্তি আলোচনার সময় তিনি তালেবানের মুখপাত্র ছিলেন।

জাতিসংঘের অ্যাক্রিডিটেশন নয় সদস্যের একটি কমিটি দেখাশোনা করে। এতে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। সাধারণত এই কমিটি অক্টোবর বা নভেম্বরে বৈঠকে বসে। আগামী বৈঠকে জাতিসংঘের বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে মুত্তাকিকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা তা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাধারণ অধিবেশনের নিয়ম অনুসারে, নতুন সিদ্ধান্তের আগ পর্যন্ত আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে ইসাকজাই বহাল থাকবেন।

Link copied!