টিকা নিয়েও বিতর্কিত ট্রাম্প-মেলানিয়া!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২১, ১০:২০ পিএম

টিকা নিয়েও বিতর্কিত ট্রাম্প-মেলানিয়া!

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকালেই গত জানুয়ারি মাসে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আলোচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার সাবেক মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিস্তারিত কোনো কিছু না জানিয়ে ট্রাম্পের ওই উপদেষ্টা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া জানুয়ারিতে হোয়াইট হাউসে টিকা নিয়েছিলেন।’

হোয়াইট হাউস ছাড়ার পর গত রবিবার তার দেওয়া প্রথম বক্তব্যে ট্রাম্প বলেন, প্রত্যেকের করোনার টিকা নেওয়া উচিত। তবে ট্রাম্পের টিকা নেওয়ার খবরে ‘সংশয়’ প্রকাশ করেছেন তার কয়েকজন সমর্থক।

গত অক্টোবরের শুরুতে করোনায় সংক্রমিত হয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনের উপকণ্ঠে এক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। শুরু থেকে মহামারি পরিস্থিতি মোকাবিলায় নানা সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্ক ও লকডাউনবিরোধী অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করেন তিনি।

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের দিকে বারবার আঙুল তুলে বেইজিংয়ের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হারার অন্যতম কারণ হিসেবে দেখা হয় করোনা পরিস্থিতি নিয়ে তার ব্যর্থতাকে।

সূত্র: দা গার্ডিয়ান

 

 

Link copied!