টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহর আবেদনের সুযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২১, ১২:১৭ এএম

টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহর আবেদনের সুযোগ

মহামারি করোনাভাইরাসের টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের জন্য ওমরাহ করার সুযোগ উন্মুক্ত করেছে সৌদি আরব। সোমবার (৯ আগস্ট) থেকে পর  ওমরাহ পালনের জন্য ভ্রমণের আবেদনপত্র গ্রহণ করা হবে। দেশটির  রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।

করোনা পরিস্থিতিতে প্রায় দীর্ঘ ১৮ মাস ধরে বিদেশি মুসল্লিদের জন্য সীমান্ত বন্ধ রেখেছে সৌদি। এবার শর্ত সাপেক্ষে বিদেশি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হলো।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যেসব মুসল্লি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে আসতে চান, তাদের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। ৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

সৌদি সরকার জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ ওমরাহ হজ পালনের আবেদন করছে। তবে আপাতত প্রতিমাসে ৬০,০০০ মানুষকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। ধীরে ধীরে এ সংখ্যা বাড়ানো হবে। 

তিনি আরও জানান, করোনাভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণকারীরাই কেবল দেশটিতে প্রবেশ এবং ওমরাহ পালনের অনুমতি পাবেন। অনুমতি প্রাপ্তদের থাকতে হবে নির্দিষ্ট দিনের কোয়ারেন্টাইনে।

এছাড়া সামাজিক দূরত্ব বজায়, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরা এবং নামাজে নিজ নিজ বিছানা বহন করার মতো শর্ত মানতে হবে ওমরাহ পালনকারীদের। একই নিয়ম প্রযোজ্য হবে সৌদির অভ্যন্তরীণ মুসল্লিদের ক্ষেত্রেও।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি সরকার।

সূত্র: আলজাজিরা।

Link copied!