টিকার তৃতীয় ডোজ স্থগিত করুন: বিশ্ব স্বাস্থ্যসংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৫, ২০২১, ০৯:৪০ পিএম

টিকার তৃতীয় ডোজ স্থগিত করুন: বিশ্ব স্বাস্থ্যসংস্থা

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জার্মানি, ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশের নেওয়া টিকার ‘বুস্টার শট’ হিসেবে তৃতীয় ডোজ পরিকল্পনা স্থগিতের আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের বেশিরভাগ দেশ যেখানে টিকার প্রথম ডোজই পায়নি, সেখানে উন্নত দেশগুলোর বুস্টার ডোজ নেওয়ার আয়োজনের প্রাক্কালে বিশ্বসংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস এ আহ্বান জানালেন। 

স্থানীয় সময় বুধবার বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাস প্রতিরোধী টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছে কিছু দিকনির্দেশনাও দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. তেদ্রোস।

বিবিসির খবরে বলা হয়, আসছে অক্টোবরের আগ পর্যন্ত এই বুস্টার ডোজ কার্যক্রম স্থহিত রাখতে ডব্লিউএইচও মহাপরিচালক বিশ্বনেতাদের অনুরোধ করেছেন। এই সময় পর্যন্ত বুস্টার ডোজ কর্মসূচি স্থগিত রাখতে পারলে বিশ্বের মোট জনগোষ্ঠির কমপক্ষে ১০ ভাগ লোককে অন্তত একটি করে টিকার ডোজ দেওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে করোনাভাইরাস প্রতিরোধী টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারায় দরিদ্র ও স্বল্প আয়ের দেশেগুলোতে মাত্র দেড়ভাগ লোক টিকা নিতে পেরেছে। সংস্থাটির মহাপরিচালকের ভাষ্যমতে, ওইসব দেশের টিকাদান কর্মসূচির চিত্র পাল্টাতে হলে টিকার একটি বড় অংশ পাঠাতে হবে।

তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, সব সরকারই চাইছে নিজ নিজ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণটা আমরা বুঝি। তবে যেসব দেশ বেশি টিকা নিয়েছে বা দুই ডোজ টিকা নিয়েছে, তারাই আরও টিকা নেবে, বুস্টার ডোজ নেবে -এটা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।

আসছে সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের প্রতিটি দেশের অন্তত ১০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা কার্যক্রমের এই ধারার উন্নতি হলে এবং উন্নত দেশগুলো তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পরিকল্পনা স্থগিত করলেই তা সম্ভব হতে পারে বলে জানান ড. তেদ্রোস।  

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের বিপজ্জনক ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তবে এই তৃতীয় ডোজ প্রদানের অনুমোদন এখনও দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরও করোনার এই ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট মোকাবিলায় ইসরায়েল ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশ করোনা প্রতিরোধী টিকার তৃতীয় ডোজ দেওয়ার কথা জানিয়েছে। এরই মধ্যে গত শুক্রবার (৩০ জুলাই) প্রথম দেশ হিসেবে ইসরায়েলে এই তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

গত ৩০ জুলাই নিজে বায়েটক-ফাইজারের টিকার তৃতীয় ডোজ নেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্তস্যোগ৷ এর ফলে যত দ্রুত সম্ভব ইসরায়েল স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলে আশা করেন তিনি৷

ইসরায়েল সবার আগে তৃতীয় ডোজ টিকার অনুমোদন দিলেও এই বিষয়ে এখনও পূর্ণাঙ্গ কোন গবেষণা প্রকাশিত হয়নি৷ এক্ষেত্রে ইসরায়েল সরকার বায়োটেক ফাইজারের তথ্যের উপরে নির্ভর করেছে৷ তেলআবিব প্রশাসনের দাবি তৃতীয় ডোজ টিকা নিলে তা কোভিডের ডেলটা ধরনের বিরুদ্ধে ভালো কাজ করে৷

তবে ইসরায়েল অনুসরণ করলেও যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর সেদেশের এখনও বয়স্কদের তৃতীয় ডোজ করোনা টিকার বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি৷

করোনা টিকার তৃতীয় ডোজ প্রদানের অনুমোদন এখনও দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও-ডাব্লিউএইচও৷ তাদের এখন মূল লক্ষ্য বিশ্বের সব দেশের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করা৷ বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দরিদ্র্য দেশগুলোতে টিকা সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি৷

এমন অবস্থায় ইসরায়েলের তৃতীয় ডোজ টিকা চালুর খবরে শুক্রবার (৩০ জুলাই) ডাব্লিউএইচও এর মুখপাত্র ব্রুস আইওয়ার্ড সাংবাদিকদের বলেন, টিকা সরবরাহকারী, উৎপাদনকারী দেশ বা যেসব দেশ টিকা দিয়ে ফেলেছে তাদের এখন উচিত সব দেশের জনসংখ্যার অন্তত দশ শতাংশকে টিকাদানে সহায়তা। এই মহামারি থেকে বের হওয়ার জন্য এটাই সবচেয়ে জরুরি বলেও তিনি মন্তব্য করেন।  

Link copied!