আগস্ট ১০, ২০২২, ০২:২৬ পিএম
দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনা তদন্তের জন্য সোমবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন কয়েকজন রিপাবলিকান নেতা। এ ঘটনা তদন্তে প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ দাবি করেছেন রিপাবলিকান নেতারা। তারা বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে।
বিবিসি জানায়, ট্রাম্পের অনেক সমর্থকও মঙ্গলবার সরব হয়েছে। ট্রাম্পের সমর্থনে তারা নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের বাইরে সমবেত হয়েছে।
ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে তারা বলেছে, সোমবার এফবিআই যে তল্লাশি চালিয়েছে তা ট্রাম্পকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে সামিল না হতে দেওয়ার জন্য ডেমোক্র্যাটদের একটি ষড়যন্ত্র।
মঙ্গলবার একটি কনফারেন্স চলাকালে রিপাবলিকানরা এফবিআইয়ের অনুসন্ধান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছে বলে জানা গেছে। সেখানে শীর্ষ রিপাবলিকানরা স্পষ্ট করেছেন, তারা ডিপার্টমেন্ট অব জাস্টিসের কাছে তল্লাশির জবাব চাইবেন।
এদিকে অ্যাটর্নি জেনারেলকে দায়ী করার পাশাপাশি ডেমোক্র্যাটদের ওপরও চটেছেন অনেক রিপাবলিকান।
বিবিসি বলছে, ট্রাম্পের বাড়িতে এফবিআই তল্লাশির ঘটনা এবং এর বিরুদ্ধে ছড়িয়ে পড়া ক্ষোভ বদলে দিতে পারে রাজনৈতিক হিসাব নিকাশ।