শাসন ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকেই নারীদের অধিকার নিয়ে চিন্তিত ছিল আফগানিস্তানের জনগণ। তবে তালেবান আফগান জনগণকে অভয় দিয়ে বলেছে, নারী ও শিশুদের অধিকারের প্রতি তাদের শ্রদ্ধাবোধ থাকবে। মঙ্গলবার (১৭ আগস্ট) এরই প্রতিফলন দেখা গেলো দেশটির মিডিয়া বা গণমাধ্যমে নারীদের আগের মতোই অংশগ্রহণ।
মঙ্গলবার (১৭ আগস্ট) স্থানীয় টোলো নিউজ টিভিতে এক নারীকে সংবাদ উপস্থাপনা করতে দেখা গেছে। বিবিসির খবরে বলা হয়, রবিবার (১৫ আগস্ট) রাজধানী কাবুল দখল করে তালেবান। তখন থেকেই আফগানিস্তানের সব বড় বড় সংবাদভিত্তিক টেলিভিশনে নারীদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মঙ্গলবার থেকে আবারও শুরু হয় নারী সংবাদকর্মীদের সরব উপস্থিতি।
১৯৯৬ সালে আফগানিস্তান দখলে নিয়ে টানা পাঁচ বছর তালেবান ক্ষমতায় থাকাকালে কয়েকটি ক্ষেত্র ছাড়া নারীদের ঘরের বাইরে কোনো কাজ করার অধিকার ছিল না। তাদের ছিল না কোনো স্বাধীনতা। শুধু ঘরে বসেই কাজ করতে হতো তাদের। ওই সময় গণমাধ্যমে বা অফিস আদালতে যেয়ে কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল।
তবে এবারের পরিস্থিতিটা পুরো ভিন্ন ধরণের। আশরাফ গনি সরকারের পতনের পর অনেকেই ভেবেছিলেন তালেবান মনে হয় নারীদের ঘরে বসে থাকতেই বলবে। তবে বর্তমান তালেবান প্রশাসন নারীদের আশ্বস্ত করায় তারা আবার কাজে ফিরতে শুরু করেছে।
মূলত সোমবার (১৬ আগস্ট) তালেবানের এক আহবানে নারীরা তাদের কাজে ফিরতে শুরু করে। স্থানীয় সময় সোমবার কাতারের দোহা থেকে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান আব্দুস সালাম হানাফি নারীদের নিজ নিজ কর্মস্থলে ফেরার আহবান জানিয়ে বলেন,‘আফগানিস্তানের নারী কর্মকর্তা ও কর্মচারীরা কোনো প্রকার শঙ্কা ছাড়াই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে পারবেন। তবে তাদের হেজাব পরেই কাজ করতে হবে।’ তাদের কোনো প্রকার অসম্মান করা হবে না বলেও জানান তালেবানের ওই নেতা।
কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন চ্যানেলের খবরে ওই তথ্য জানানো হয়।ওই খবরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবীকে কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহবান জানান তালেবান নেতা আব্দুস সালাম হানাফি।
তালেবানের এই নেতার আহবানে সাড়া দিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরতে শুরু করেছে। দেশটির গণমাধ্যমগুলোতেও কাজ শুরু করেছে। নারী সংবাদকর্মীদের অনেকেও তাদের স্বাভাবিক কাজে ফিরেছেন।
বিবিসির খবরে বলা হয়, টোলো নিউজের প্রধান মিরাকা পোপাল টুইট করে দেখিয়েছেন এক নারী সংবাদ উপস্থাপিকা তালেবানের মিডিয়া টিমের এক সদস্যকে স্টুডিওতে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছেন।
মিরাকা পোপাল আলাদাভাবে একটি ছবি পোস্ট করেছেন। ওই পোস্টে দেখা যায় মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এক নারী সংবাদকর্মী মাথায় হিজাব পরে নিউজরুমে প্রাতঃকালীন এক বৈঠকে যোগ দিয়েছেন।