আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল। বিকেল চারটেয় নতুন মন্ত্রীরা রাজভবনে শপথ নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পাঁচ-ছ’জন নতুন মন্ত্রী হবেন। বাদ পড়বেন চার-পাঁচজন। তবে তাঁদের সাংগঠনিক কাজে লাগানো হবে।
চূড়ান্ত গোপনীয়তার মধ্যে কয়েকটি নাম ভেসে উঠেছে। এই নামগুলির মধ্যে আছে বাবুল সুপ্রিয়, তাপস রায়, পার্থ ভৌমিক, স্নেহাশীষ চক্রবর্তী ও প্রদীপ মজুমদার এর নাম। এরা প্রত্যেকেই অভিষেক বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।
২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। অন্যদিকে, সাংগঠনিক স্তরে জেলায় জেলায় সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই তৃণমূলকর্মীরা অনেকটাই চাঙ্গা। সামনে পঞ্চায়েত ভোট। নতুন সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে সব কাজ ফেলে পঞ্চায়েতের প্রক্রিয়া শুরু করতে।