দিল্লিতে একদিনে ৪৫ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২১, ১১:৫২ পিএম

দিল্লিতে একদিনে ৪৫ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি

ভারতে ঘূণিঝড় তাউতের প্রভাবে রাজধানী দিল্লি ও আশে পাশের এলাকাগুলোতে বুধবার (১৯ মে) একদিনে১১৯.৩ মিমি. বৃষ্টিপাত হয়েছে। সর্বশেষ ১৯৭৬ সালের মে মাসে ৬০ মিমি. বৃষ্টি হয়, যা বুধবারের বৃষ্টিপাতের অর্ধেক পরিমান।

অন্যদিকে বুধবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার ৮ টা ৩০ পর্যন্ত এই শহরে মে মাসের হিসাবে ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এসময়ে তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌছায়। ১৯৫১ সালের পর থেকে এই সর্বোচ্চ তাপমাত্রা ছিল এদিন। এছাড়া শ্রীনগরের তাপমাত্রা ছিলো ২৫.৮ ডিগ্রি এবং ধর্মশালায় ছিলো ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

এনিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে আবহাওয়া অফিসের আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের (আইএমডি) প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, বুধবার সকাল ৮টা ৩০ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ পর্যন্ত এ বৃষ্টিপাত হয়েছে। যা মে মাসের বৃষ্টিপাতে একটি নতুন রেকর্ড, একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও ছিলো এ দিন। 

শ্রীবাস্তব আরও জানিয়েছে, বুধবার দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়  ও ভারী বর্ষণের জন্য শহরগুলোর বেশিরভাগ অংশে  জলাবদ্ধতা সৃষ্টি হয়।

দেশটির  জাতীয় আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্রের প্রবীণ বিজ্ঞানী আর কে জেনামানি বলেছিলেন, ‘মে সাধারণত শুষ্ক থাকে। সাধারণত দিল্লি এই মাসে সর্বোচ্চ ৩০ মিমি থেকে ৪০ মিমি (২৪ ঘন্টা) বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত কেবল এক ঘন্টা বা তারও কম সময় স্থায়ী হয়।তবে এবারের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলো বিরল।’

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Link copied!