নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২২, ০৯:৪৪ পিএম

নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিল শ্রীলঙ্কা

ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে ঠেকায় ৫১ বিলিয়ন ডলারের বা ৫০০ কোটি ১০ লাখ ডরারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটি  নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিলো।

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দেশটির বৈদেশিক ঋণ পরিশোধের সামর্থ্য নেই। তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বেলআউটের অপেক্ষায় রয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেটা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিচ্ছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঋণদাতারা পাওনা মূলধনের সঙ্গে সুদ যোগ করে দিতে পারে। অথবা শ্রীলঙ্কার রুপিতে পাওনা অর্থ আদায় করতে পারে।’

এদিকে, জরুরি পণ্য আমদানি করার অক্ষমতার মধ্য দিয়ে শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট শুরু হয়। এরপর করোনাতাণ্ডবে অন্যতম আয়ের খাত পর্যটন ব্যবসায় ধ্বস দেশটির অর্থনীতিকে আরো দুর্বল করে ফেলে। করোনা মহামারীর তিন বছরে তাদের রেমিট্যান্সও কমে যায় ব্যাপক হারে।

দেশটিতে প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। চরম খাদ্য ও জ্বালানি সঙ্কটের পাশাপাশি রয়েছে বিদ্যুৎ স্বল্পতা। নানান সমস্যায় ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত দ্বীপ রাষ্ট্রটির ২ কোটি ২০ লাখ মানুষের দুর্ভোগ বাড়ছেই। দুর্ভোগের সঙ্গে সঙ্গে বাড়ছে জনরোষ। ক্ষুব্ধ মানুষ মন্ত্রীদের বাড়িঘরে হামলা চালানোর চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্ষুব্ধ নাগরিকদের প্রতিহত করে চলেছে।

এর আগে, বৈদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানির উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের আর্থিক অব্যবস্থাপনা, বছরের পর বছর ধরে নানান খাতে ঋণ গ্রহণ, দুর্বল কর ব্যবস্থা দেশটির সঙ্কটকে আরো জটিল করেছে।

Link copied!