নির্ধারিত সময়ে চালু হচ্ছে না ভারতের বিদেশি ফ্লাইট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ০৭:৪৯ পিএম

নির্ধারিত সময়ে চালু হচ্ছে না ভারতের বিদেশি ফ্লাইট

আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারতে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দিলেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আতঙ্কে তা সম্ভব হচ্ছে না। আপাতত বিদেশি ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করেছে নরেন্দ্র মোদি প্রশাসন।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেওয়ার কথা জানিয়েছে  দেশটির বেসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ।  

গত সপ্তাহে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছিল দেশটির বেসামরিক বিমান পরিষেবা মন্ত্রণালয়।

বুধবার (১ ডিসেম্বর) দেশটির ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানান, “বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নজরে রেখে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে কথা বলেই আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি সম্পূর্ণ পরিস্থিতি বিবেচনা করার পর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের পরই ১৫ ডিসেম্বর থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ডিজিসিএ।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ ও শঙ্কার জেরে ইতোমধ্যে নানা বিধিনিষেধ চালু করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতে আগত যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্যিক ফ্লাইট চালু করতে না পারলেও  বাংলাদেশসহ যে ৩১টি দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে। বাংলাদেশসহ ওইসব দেশের সঙ্গে যথারীতি সীমিত সংখ্যক ফ্লাইট চলাচল করছে। ওমিক্রনের কারণে শঙ্কা ও উদ্বেগ থাকলেও ওইসব ফ্লাইট চালু থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিজিসিএ।

Link copied!