নির্বাচনী প্রচারে নারীদের হাতখরচ দেবেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২১, ০৩:৪৯ এএম

নির্বাচনী প্রচারে নারীদের হাতখরচ দেবেন মমতা

পশ্চিমবঙ্গের মেচেদায় নির্বাচনী প্রচারণায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের লক্ষ্মীর ভাড়ে ৫০০ টাকা করে হাতখরচ দেওয়ার কথা বলেন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের তৃতীয় জনসভা এটি। এর আগে এগরা এবং পটাশপুরের সভায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা। নিরপেক্ষ ভোট করতে পটাশপুরে জনগণকে ভোট বাক্স পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। ভোটকর্মীদের উদ্দেশে মমতার বলেন, ‘ইভিএম মেশিন খারাপ হলে খবর নিন। বদলানো হল কি না দেখুন। কেন্দ্রীয় বাহিনীদের কথা শুনবেন না। ভোটবাক্স নিজেদরকেই পাহারা দিতে হবে।’

একইসঙ্গে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্য নিয়েও কটাক্ষ করেছেন মমতা। শুভেন্দু অধিকারীর নাম না করেই তিনি বলেন, ‘ওরা গদ্দার ছিল গদ্দারি করেছে। তলে তলে যোগাযোগ রেখেছে বিজেপির সঙ্গে। বুঝতে পারিনি।’

শুক্রবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় তৃতীয় এবং শেষ জনসভা মমতার। এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা এই পূর্ব মেদিনীপুর। গত বছর লোকসভায় এই জেলার দু’টি কেন্দ্রেই এগিয়ে ছিল তৃণমূল। তবে তখন শুভেন্দু এবং শিশির অধিকারী তৃণমূলে ছিলেন। এবার সেই শুভেন্দুর সঙ্গেই মুখোমুখি যুদ্ধে নেমেছেন মমতা।

সূত্র: আনন্দবাজার।

 

Link copied!