শান্তির নোবেল পেল রাশিয়া-ইউক্রেন এবং বেলারুশের মানবাধিকার কর্মী ও সংস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২২, ০৪:৪৩ পিএম

শান্তির নোবেল পেল রাশিয়া-ইউক্রেন এবং বেলারুশের মানবাধিকার কর্মী ও সংস্থা

নোবেল শান্তি পুরুষ্কার সব সময়ই আলোচিত একটি বিষয়। এ বছর সেই নোবেল শান্তি পুরষ্কার পেলেন বেলারুশেনর এক মানবাধিকার কর্মী। একই সাথে রাশিয়া ও ইউক্রেনের দুই মানাধিকার সংস্থাও পুরুষ্কারটি যৌথভাবে ভাগাভাগি করবে। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরষ্কারের ঘোষণা দেয় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট।

বেলারুশের ওই মানবাধিকার কর্মীর নাম অ্যালেস বিয়ালিয়াৎস্কি। রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ’ও যৌথভাবে পুরুষ্কারটি পেয়েছে। 

বেলারুশের মানবাধিকার কর্মী আইনজীবী অ্যালেস বিয়ালিয়াৎস্কি। ছবি: সংগৃহীত

মানবাধিকারকর্মী এবং দুই মানবাধিকার সংস্থাকে নোবেল শান্তি পুরষ্কার পেছনে যুক্তি তুলে ধরে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট বলছে, পুরষ্কার বিজয়ীরা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন। তারা অনেক  বছর ধরে ক্ষমতাসীনদের সমালোচনা করার অধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে প্রচারণা চালিয়ে আসছেন।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আরও বলেছে, তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলো নথিভুক্ত করতে অসামান্য প্রচেষ্টা চালিয়েছেন। বিজয়ী তিন ব্যক্তি ও সংস্থা একসঙ্গে শান্তি এবং গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের গুরুত্ব তুলে ধরেন।

ডিনামাইটের আবিষ্কারক বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল কর্তৃক প্রবর্তিত নোবেল পুরষ্কারের ছয়টি বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে শান্তিতে নোবেল পুরষ্কার। ১৯০১ সালে প্রবর্তন করা নোবেল পুরষ্কারের অন্যান্য বিভাগগুলো হলো- রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি ও সাহিত্য । প্রতি বছর নোবেল শান্তি পুরষ্কার ছাড়া সব বিভাগের পুরষ্কার সুইডেনের রাজধানী স্টকহোমে দেওয়া হয়।

নোবেল শান্তি পুরষ্কারের জন্য প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই, চূড়ান্ত নির্বাচন,আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরষ্কার  দেওয়ার সবকিছু করে থাকে নরওয়ে। এই পুরষ্কার যিনি পাবেন তাকে বাছাই করতে নরওয়ের পার্লামেন্টের পাঁচ সদস্য বিশিষ্ট একটি জুরি কমিটি গঠন করা হয়। পার্লামেন্ট অনুমাদিত  এই জুরি কমিটির সদস্যরা নোবেল শান্তি পুরষ্কারের গ্রহীতা নির্বাচন করে থাকেন।

প্রতি বছরের ১০ ডিসেম্বর দেশটির রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেওয়া হয় নোবেল শান্তি পুরষ্কার।

Link copied!