রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহকারী আলেক্সি আরেস্তোভিচ। কারণ হিসেবে বলা হচ্ছে রাশিয়ার হামলায় নিপ্রোতে ইউক্রেনের ৪৪ জনের মৃত্যু।
সোমবার (১৬ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগ পত্রের ছবিসহ এই ঘোষণা দেন।
তিনি লেখেন, পদত্যাগ পত্র লিখলাম। আমি সভ্য আচরণের একটি উদাহরণ দেখাতে চাই। একটি মৌলিক ভুল, সেজন্য এই পদত্যাগ।
১৪ জানুয়ারি একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইউক্রেন দাবি করে এ হামলা রাশিয়া চালিয়েছে। তবে রাশিয়া দাবি করে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। যেটির আঘাতে রুশ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়ে। ওই ঘটনায় ৪৪ জন নিহত হন।
আরেস্তোভিচ বলেন, একটি আবাসিক ভবনে রাশিয়ান মিসাইল আঘাত করার কারণে অনেকে আহত-নিহত হয়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর করা গুলিতে ওই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র পড়েছে।
এ বক্তব্যের পর ইউক্রেনের মিডিয়া তাঁর তীব্র সমালোচনা করেছিল। ইউক্রেনের বিধায়ক অ্যালেক্সি গনচারেঙ্কো জানান, আরেস্তোভিচকে বরখাস্ত করার জন্য একটি পিটিশন চালু করা হয়েছিল। আবাসিক ভবন ধসের কারণ প্রকাশ করার জন্য চরম রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয় তাঁকে।
আরেস্তোভিচের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।