জুলাই ১২, ২০২২, ১১:৪৩ এএম
শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। আগামীকাল বুধবার থেকে এ পদত্যাগপত্র কার্যকর হবে। দেশটির প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। গত কয়েক মাসের অব্যাহত বিক্ষোভের মুখে তিনি পদত্যাগে বাধ্য হলেন। শনিবার বিক্ষোভকারীরা রাজাপক্ষের বাড়িতে ঢুকে পড়ে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত সেখান থেকে সরে যান প্রেসিডেন্ট। বিক্ষোভকারীরা এখনো রাষ্ট্রপতির বাসভবন দখল করে আছেন। নেতাদের পদত্যাগের দাবিতে তারা সেখানে অবস্থান করছেন। যদিও এর আগে দেশটির পার্লামেন্টের স্পিকার জানিয়েছিলো; ১৩ মে বুধবার গোতাবায়া পদত্যাগ করবেন। তবে বিষয়টি নিয়ে জনগণের মধ্যে সন্দেহ ছিলো। যদিও শ্রীলংকার আইন অনুযায়ী; প্রেসিডেন্ট যখন স্পিকারের কাছে সরাসরি পদত্যাগপত্র জমা দেন, তখনই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়। শ্রীলংকার বার্তা সংস্থা ডেইলি মিরর অনলাইন জানিয়েছে, আগামীকাল স্পিকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
অব্যাহত বিক্ষোভের মুখে যেকোন সময় পদত্যাগ করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেও।