পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি নেপালের প্রধানমন্ত্রী!

দ্য রিপোর্ট

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০২:০৪ এএম

পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি নেপালের প্রধানমন্ত্রী!

ক্ষমতা দখলের লড়াইয়ে আবারও ধাক্কা খেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত ডিসেম্বরে নেপালের সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ হিসেবে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সংসদের নিম্নকক্ষ পুনরায় চালু এবং ৮ মার্চের মধ্যে পার্লামেন্টের অধিবেশন আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাককে সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করলেও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বরং তিনি পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হবেন বলে তার মুখপাত্র নিশ্চিত করেছেন।

মঙ্গলবার আদালতের রায়ে প্রধান বিচারপতি চোলেন্দ্র শুমশেরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ১৩ দিনের মধ্যে সংসদের অধিবেশন ডাকতে হবে।

এ রায়কে স্বাগত জানিয়েছেন নেপাল কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে ওলিরবিরোধী অংশের নেতারা। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুধবার রাজধানী কাঠমান্ডুতে ওলিবিরোধী সমাবেশও করেছেন নেতাকর্মীরা। সমাবেশে তারা প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি তুলেন।

তবে আদালতের এ রায়ের পর বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী ওলির সহযোগী সূর্য থাপা বলেন, ‘প্রধানমন্ত্রী এখন পদত্যাগ করবেন না। প্রশ্নই আসে না। তিনি পার্লামেন্টের মুখোমুখি হবেন।’

প্রসঙ্গত, নীতিগত বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে সহযোগিতার ঘাটতিকে দায়ী করে গত বছরের ডিসেম্বরে ওলি হঠাৎ করে পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন নির্বাচনের ঘোষণা দেন। এরফলে হিমালয় কোলের দেশটিতে পুনরায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়।

Link copied!