পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৮:২৩ পিএম

পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন বাইডেন

ইউক্রেনে সম্ভাব্য রুশ সামরিক আগ্রাসন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা, “শনিবার সকালে তাঁরা (বাইডেন ও পুতিন) ফোনে কথা বলবেন। রাশিয়া আগামী সোমবার এই ফোনালাপের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমরা পাল্টা শনিবারের প্রস্তাব দিই। আমাদের প্রস্তাবে পরে তারা রাজি হয়।”

এর আগে,  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন,“ ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যথেষ্ট সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া। যেকোনো সময় দেশটি ইউক্রেনে হামলা চালাতে পারে।”

আরও পড়ুন 

ইউক্রেন ছাড়তে বললো আরও কয়েকটি দেশ

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করেছেন, “ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। যদিও আমরা ভবিষ্যৎ নিয়ে কিছুই বলতে পারব না, তবে এটা বলতে পারি, বর্তমানে সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেকটাই বেড়েছে।”

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই মন্তব্যে নিজেদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। এ জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউস নির্দেশনা জারি করে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস তাদের নাগরিকেদের দেশে ফিরে আসার আহবান জানিয়েছে।  অন্যদিকে, জরুরি কাজে নিয়োজিত নন—এমন কর্মীদের ইউক্রেনের কূটনৈতিক মিশন ছাড়তে বলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েনসহ সামরিক সরঞ্জাম জড়ো করার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, যেকোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে দেশটি। তবে বরাবরই পশ্চিমাদের তোলা এ অভিযোগ অস্বীকার করে পুতিন প্রশাসন বলছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা মস্কোর নেই।

Link copied!