পেগাসাস জরুরি অবস্থার চাইতেও খারাপ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ০৬:১৪ পিএম

পেগাসাস জরুরি অবস্থার চাইতেও খারাপ: মমতা

ইসরাইলের এনএসও গ্রুপের তৈরি ফোনে আড়িপাতা বিষয়ক প্রযুক্তি পেগাসাস কেলেঙ্কারিকে কেন্দ্র করে ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের নেওয়া পদক্ষেপকে ‘জরুরি অবস্থা’র চাইতেও খারাপ বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের  মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য হিন্দু’র। 

মমতা ব্যন্দ্যাপাধ্যায় বলেন, পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো বিবৃতি না দিলেও ওই ইস্যুতে যারা জনগণের সামনে জোরালো কথাবার্তা বলছেন তারা  প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর টার্গেটের শিকার হচ্ছেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রের নামে ভয়ঙ্কর স্বৈরাচার চলছে। পেগাসাস জরুরি অবস্থার চেয়েও খারাপ।’

দৈনিক ভাস্কর গ্রুপে আয়কর বিভাগের অভিযান চালানোর নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘জুমলাবাজি’ নিয়ে দেশ চলতে পারে না। সবকিছু আপনার রেকর্ডে থাকলেও আপনি সত্যকে পরিবর্তন করতে পারবেন না।’

এর আগে,গত বুধবার (২১ জুলাই) সুপ্রিমকোর্টকে পেগাসাস ইস্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) একটি তদন্তের আহবান জানিয়েছিলেন। ওইদিন রাজ্য সচিবালয়ে রাজ্যের মন্ত্রিসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে একটি ফ্রন্ট গঠনের আহবান জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসছে ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করা হবে এবং ওইদিন পুরো রাজ্যে যুবক ও বাচ্চাদের মধ্যে এক লাখ ফুটবল বিতরণ করা হবে।’

উল্লেখ্য, গত মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের প্রধান স্লোগান ছিল ‘খেলা হবে’। ওই নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বার ক্ষমতায় যায় তৃণমূল কংগ্রেস।

Link copied!