কিয়েভ সফরে গিয়ে একটি বারে গিটার বাজিয়ে গান শুনিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
স্থানীয় একটি ব্যান্ডের সঙ্গে নেইল ইয়ংয়ের ১৯৮৯ সালের জনপ্রিয় রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড গানটি গেয়ে শোনান তিনি।
এর আগে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে তারা যেন নিরুৎসাহিত না হন, সেই আহ্বান জানান।
এই সফরে ব্লিঙ্কেন ইউক্রেনীয়দের আশ্বস্ত করেন, তারা একা নয়। কয়েক মাস রাজনৈতিক বিতর্ক শেষে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুদ্ধক্ষেত্রে সত্যিকারের পার্থক্য গড়ে দেবে।
কিয়েভ সফরে ব্লিঙ্কেন ইউক্রেনের নেতাদের বলেন, আরও অস্ত্র আসছে। কিছু অস্ত্র এরই মধ্যে এসে পৌঁছে গেছে।
যুদ্ধ শুরুর পর কিয়েভে ব্লিঙ্কেনের এটি চতুর্থ সফর। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনের সংকল্পকে অবমূল্যায়ন করায় পুতিনের নিন্দা জানান তিনি।