প্রধান শিবির ভেঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে নিচ্ছে বেলারুশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৯, ২০২১, ০৩:০২ পিএম

প্রধান শিবির ভেঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে নিচ্ছে বেলারুশ

পোল্যান্ড সীমান্তে থাকা অভিবাসনপ্রত্যাশীদের প্রধান শিবির ভেঙ্গে দিয়েছে বেলারুশ কর্তৃপক্ষ। বেলারুশ-পোল্যান্ড সীমান্তে এখনও হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, অনেকদিন ধরেই বেলারুশের সীমান্ত দিয়ে ইউরোপীয় ইউনিয়নভূক্ত (ইইউ) দেশগুলোতে ঢোকার চেষ্টা করছেন অভিবাসনপ্রত্যাশীরা। ইইউ'র দেশগুলো বরাবরের মতো বেলারুশকে দায়ী করছে এই অভিবাসন সংকট তৈরির জন্য। যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্য ও এশিয়ার বলছে তারা। তাদের অভিযোগ বেলারুশের উসকানিতে সীমান্তে অবস্থানরতরা পোল্যান্ড ও লিথুনিয়ায় প্রবেশের চেষ্টা করছেন।

বৃহস্পতিবার অভিবাসনপ্রত্যাশীদের অস্থায়ী শিবির থেকে ফিরিয়ে নিয়ে ওয়্যারহাউজে জায়গা দেওয়া হচ্ছে, সেটিও সীমান্ত থেকে বেশি দূরে নয়।

পোলিশ সীমান্ত বাহিনীর এক মুখপাত্র বলেন, বেলারুশের পশ্চিমাঞ্চলের শিবির পুরোপুরি খালি করা হয়েছে বৃহস্পতিবার।অস্থায়ী শিবিরটি এখন ফাঁকা। তাদের পরিবহন সরবরাহ কেন্দ্রে নেওয়া হয়েছে। 

Link copied!