ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২১, ০৫:৪০ পিএম

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনসহ (ওআইসি) বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলোর অব্যাহত চাপের মুখে  গত ১০ মে থেকে অধিকৃত গাজায় ইসরায়েল সেনাবাহিনীর অব্যাহত বিমান হামলা ও সহিংসতা বন্ধে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক আলজাজিরার  খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  ফিলিস্তিনের হামাস ও ইসলায়েলের মধ্যে অস্ত্রবিরতিতে সমর্থন জানিয়েছেন। এই দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার কথা  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংঘাত বন্ধে সমর্থন জানানোর কথা বললেও রবিবার (১৬ মে) নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের পক্ষে কথা বলে। ওইদিন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি যুক্তরাষ্ট্র আটকে দেয়। একারণে নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা এবং তেলআবিব ও ইসরায়েলের  দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে হামাস যোদ্ধাদের রকেট হামলা বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, পবিত্র রমজানের ২৮ রোজায় সোমবার (১০ মে) কয়েক শ’ ইসরায়েলি সেনা পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নির্দয়ভাবে হামলা চালায়।

এই হামলার জবাবে হামাস যোদ্ধারা ইসরায়েলের তেলআবিবসহ বিভিন্ন শহরে রকেট হামলা চালায়। অন্যদিকে, ইসরায়েল বাহিনী গাজায় হামাসদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

Link copied!