জেনেভায় মুখোমুখি বসলেন বাইডেন-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৭, ২০২১, ০৫:০১ এএম

জেনেভায় মুখোমুখি বসলেন বাইডেন-পুতিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল প্রতিক্ষিত বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৬ জুন)  সুইজারল্যান্ডের জেনেভার ১৮ শতকের গ্র্যান্ড ভিলায় বৈঠকে বসেছে বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী দুই দেশের রাষ্ট্রপ্রধানদ্বয়। আলোচিত এই বৈঠক প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলতে পারে।

বৈঠক সম্পর্কে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি একটি ‘ফলপ্রসূ’ বৈঠক আশা করছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনেরও মতে, ফোনের চেয়ে সামনাসামনি আলাপই সর্বোত্তম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুসারে, দুই নেতা এদিন করমর্দন করলেও তাদের সাক্ষাতের সূচনা কিছুটা অস্বস্তিকর ছিল। সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ফটোশুটের সময় তাদের কেউই সরাসরি একে অন্যের চোখের দিকে তাকান নি।

তবে সাংবাদিকরাও ছেড়ে কথা বলেনি।এক সাংবাদিক বাইডেনের উদ্দেশে প্রশ্ন করেন, ‘পুতিনকে বিশ্বাস করা যায় কিনা?’  জবাবে শুধু মাথা নাড়ান মার্কিন প্রেসিডেন্ট।

আর পুতিনের কাছে প্রশ্ন ছিল, তিনি কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে ভয় পান কিনা। অবশ্য এ প্রশ্নের কোনো জবাব দেননি রুশ প্রেসিডেন্ট।

দীর্ঘ এই বৈঠকে দুই নেতা উপদেষ্টাদের নিয়ে উপস্থিত থাকলেও, শীতল সম্পর্কের নজির রেখে দুই নেতার বৈঠকের সূচিতে রাখা হয়নি একসঙ্গে খাবারের কোনও কর্মসূচি। আলাদা সংবাদ সম্মেলন করলেও যৌথভাবে সাংবাদিকদের সামনে হাজির হবেন না পুতিন ও বাইডেন।

অস্ত্রব্যবসা, সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ, ইউক্রেনের মতো ইস্যুগুলো নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। রাশিয়া সম্প্রতি ‘অবন্ধু-সুলভ দেশের’ তালিকায় যুক্তরাষ্ট্রের নাম যোগ করেছে। এছাড়া দু’দেশই বলছে যে, তাদের মধ্যকার সম্পর্ক এখন প্রায় তলানিতে নেমে এসেছে।

নিজেদের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টাদের নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন বাইডেন ও পুতিন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাবরভ রয়েছেন। এছাড়া নিজ নিজ অনুবাদকেরাও তাদের সঙ্গে রয়েছেন।

ওই বৈঠকের নিরাপত্তায় রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

 

Link copied!