বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২২, ০৯:৪১ এএম

বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

তুরষ্কের নির্মিত বায়রাক্টার টিবি-২ ড্রোনের চাহিদা বেড়ে গেছে। বিশেষ করে  রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে আর্মেনিয়ায় সফল হওয়ার পর এটি ইউক্রেনে রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাঁজোয়া যান ধ্বংসে কার্যকর প্রমাণিত হয়েছে। আর তাই বিভিন্ন দেশ এখন এই ড্রোন সংগ্রহ করতে তুরষ্কের  প্রতি ঝুঁকছে।

তুরষ্কের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে বলা হয়, ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তানবুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেছেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা করা হয়েছিল বেরাকতার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি গণমাধ্যমে বলেন, “পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বনে গেছে।” 

তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের ২০০ ড্রোন বানাতে পারে।

তুর্কি এই ড্রোন ১২ মিটার ডানাসমৃদ্ধ টিবি২ ড্রোন ২৫ হাজার মিটার উঁচুতে উঠতে পারে। এই ড্রোন তার লেসার-গাইডেড আরমর-পারসিং বোমার সাহায্যে ট্যাংক ও আর্টিলারি ধ্বংস করতে দারুন কার্যকর। এই ড্রোনের সাহায্যেই অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করে চলেছে ইউক্রেন সেনাবাহিনী।

এই ড্রোন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরেও এসেছে। আর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত ৪৫ বার প্রকাশ্যে এই ড্রোনের কথা উল্লেখ করেছে।

সিরিয়া, ইরাক, লিবিয়া, কারাবাখ এবং এখন ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই অস্ত্রটি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে ও করছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে।

Link copied!