ব্রাজিলে দাঙ্গা নিয়ে বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ০৪:০২ পিএম

ব্রাজিলে দাঙ্গা নিয়ে বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

গত ৮ জানুয়ারি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস, সুপ্রিমকোর্টের সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্যালেসে হামলা চালায় বলসোনারোর উগ্র সমর্থকরা। দাঙ্গায় জড়িয়ে পড়েন তারা। দেশটিতে দাঙ্গা বাধানোর ঘটনায় সাবেক প্রেসিডেন্ট কট্টরপন্থি নেতা জাইর বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৩ জানুয়ারি) বলসোনারোর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উসকানির তদন্তের এ নির্দেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিমকোর্ট। দেশটির সর্বোচ্চ আদালত জানায়, বিচারপতি আলেকজান্ডার ডি মোরায়েসের আদালতে এ সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

brazil4

এরই মধ্যে দাঙ্গায় উসকানির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর আমলের আইনমন্ত্রী অ্যান্ডারসন টরেসকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।

এই হামলা ও দাঙ্গার পরিপ্রেক্ষিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মার্কিন ভিসা বাতিল করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৬ জন আইনপ্রণেতাদের একটি দল।

brazil10

চলতি মাসের শুরুতে লুলা ডা সিলভা দায়িত্ব নেয়ার ঠিক আগে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্র।

brazil3

লুলার কাছে বলসোনারোর হার মানতে পারেনি তার সমর্থকরা। রাজধানী ব্রাসিলিয়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে একের পর এক জায়গায় হামলা চালায় চরম ডানপন্থি বলসোনারোর সমর্থকরা। এরপর ৮ জানুয়ারি বিক্ষোভের আগুনে বিস্ফোরিত হয় ব্রাজিল। দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিমকোর্টে হামলা চালায়। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকদের এই হামলাকে ‘ফ্যাসিস্ট’ হামলা বলে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

Link copied!