ভারতে টানা পাঁচ দিন ধরে দৈনিক শনাক্ত ৩ লাখের উপরে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২২, ০২:৫৬ পিএম

ভারতে টানা পাঁচ দিন ধরে দৈনিক শনাক্ত ৩ লাখের উপরে

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে টানা পঞ্চম দিনের মতো তিন লাখেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সোমবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ৬ হাজার জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, এ সংখ্যা আগের দিনের চেয়ে ৮ শতাংশ কম।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৯৫ লাখে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে।

দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন এবং সুস্থ হওয়া রোগীর হার ৯৩ দশমিক শূন্য ৭ শতাংশ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এদিন কর্নাটকে সবচেয়ে বেশি ৫০ হাজার ২১০ জন রোগী শনাক্ত হয়েছে। এরপর মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ৪০ হাজার ৮০৫ জন রোগী, তামিল নাড়ুতে ৩০ হাজার ৫৮০ জন এবং দিল্লিতে ৯ হাজার ১৯৭ জন।

Link copied!