ভারতে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ০৫:৫০ এএম

ভারতে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা

ভারতে নতুন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলায় মোট সংখ্যা বেড়ে হয়েছে ৩৮। রবিবার (১২ ডিসেম্বর) দেশটির কেরালায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের নাগপুরে পাওয়া গেছে ওই শহরের প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান। কর্ণাটকেও নতুন করে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

আজ কেরালায় প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর ব্রিটেন থেকে কোচি ফিরেছিলেন আক্রান্ত ব্যক্তি। গত ৮ ডিসেম্বর তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে মোট ৩ হাজার ৭৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ ভারতে পাঁচ জন নতুন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয় কেরালা ও অন্ধ্রপ্রদেশের নাম।

Link copied!