মধ্যপ্রাচ্যে ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৩, ০৩:৩১ এএম

মধ্যপ্রাচ্যে ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা

মুসলিম সম্প্রদায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ উদযাপন করে থাকে। এবার ঈদের চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য সামনে এনেছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটি বলছে, আসছে ২০ এপ্রিল)ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম এবং এতে করে ২২ এপ্রিল সৌদি আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে।

খবর গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে তাদের এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এবং ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, আসছে  ২০ এপ্রিল ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কিনা তার তদন্ত করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওই দিন আরব এবং ইসলামি বিশ্বের কোনো স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

 

এদিকে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান এবং কুয়েতসহ জিসিসি দেশগুলি ইতোমধ্যে সরকারি ও বেসরকারি খাতের জন্য ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ৪ দিনের ছুটি ঘোষণা করেছে, আর কাতার ১১ দিনের ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে, ওমান ও কুয়েত পাঁচ দিনের সাপ্তাহিক ছুটি পালন করবে ঈদ উপলক্ষে।

Link copied!