হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে। শুক্রবার (১২ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টায় ফের আলোচনায় বসার কথা রয়েছে তার চিকিৎসায় নিয়োজিত ৬ সদস্যের বিশেষ মেডিকেল বোর্ডের।
সেখানেই মমতার চিকিৎসায় পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, মমতা যেসব সমস্যার কথা বলেছিলেন তার বেশির ভাগই এখন নিয়ন্ত্রণে। বুকে ব্যথা, শ্বাসকষ্টও অনেকটা কমেছে।
এদিকে,বৃহস্পতিবার বিকেলেই হাসপাতাল থেকে দেয়া ভিডিওবার্তায় মমতা বলেছিলেন, দ্রুত রাজনীতির মাঠে ফিরতে চান তিনি। প্রয়োজনে হুইল চেয়ার ব্যবহার করেই কাজে ফেরার ঘোষণা দেন তিনি। মেডিক্যাল বোর্ডে আলোচনা হতে পারে সে বিষয়েও। কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে, হাসপাতাল থেকে যাওয়ার পর কী কী শারীরিক সাবধানতা অবলম্বন করতে হবে, সেসব বিষয়েও আলোচনা করবে মেডিক্যাল বোর্ড।
বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড জানায়, দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মমতার। তবে কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে এখনও স্পষ্ট করে বলা হয়নি।