মাঙ্কিপক্সের সংক্রমণ: বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি ডব্লিউএইচও’র

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ০৯:০৯ এএম

মাঙ্কিপক্সের সংক্রমণ: বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি ডব্লিউএইচও’র

মাঙ্কিপক্স ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের কারণে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, শনিবার মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয়বারের জরুরি বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। বিশ্বে এখন পর্যন্ত ৭৫টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এর সংক্রমণ বেড়ে যাওয়ায় ডব্লিউএইচও এই সতর্কতা জারি করলো।

সাধারণত বিশ্বব্যাপী কোনো রোগের সংক্রমণ ছড়িয়ে পড়লে এই জরুরি পরিস্থিতি বা অবস্থা ঘোষণা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া সর্বোচ্চ সতর্কতা। বর্তমানে মাঙ্কিপক্স ছাড়াও এই ধরনের আরও দুটি স্বাস্থ্য জরুরি অবস্থা রয়েছে-করোনভাইরাস মহামারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, এখন ৭৫টি দেশ থেকে ১৬ হাজারেরও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। এই রোগে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর জানা গেছে।

ড. আধানম জানান, জরুরি কমিটি মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি পরিস্থিতি হিসাবে শ্রেণীবদ্ধ করা উচিত কিনা সে বিষয়ে একমত হতে পারেনি। তবে প্রাদুর্ভাবটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যে এটি আসলেই আন্তর্জাতিক উদ্বেগের বিষয়।

প্রসঙ্গত, সাধারণত পশু থেকে মানুষের মধ্যে সক্রামিত হওয়া মাঙ্কিপক্স খুবই ছোঁয়াচে অসুখ৷ এই ভাইরাল সংক্রমণের সঙ্গে চিকেন পক্সের বহু সাদৃশ্য আছে৷ কোনও কোনও দেশে মাঙ্কিপক্সকে এন্ডেমিক বলে ঘোষণা করা হলেও সম্প্রতি এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে৷ এই অসুখের উপসর্গ খুব একটা সাঙ্ঘাতিক বা ভয়ঙ্কর নয়৷ বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আদৌ উদ্বেগজনক নয়৷ কিন্তু বাচ্চাদের জন্য ভয়ানক হতে পারে কিছু ক্ষেত্রে।

Link copied!