মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে মোদী বললেন, ‘গণতন্ত্র আমাদের ডিএনএ-তে আছে’

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২৩, ০৬:১৭ পিএম

মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে মোদী বললেন, ‘গণতন্ত্র আমাদের ডিএনএ-তে আছে’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে এরইমধ্যে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বাংলাদেশ সময় রাত ২টার সময় মোদির মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতে বিদ্বেষের কোনো জায়গা নেই। গনতন্ত্র আমাদের ডিএনএ’তেই রয়েছে।

মোদি বলেন, মানবিক মূল্যবোধ ও মানবাধিকার না থাকলে গণতন্ত্র থাকে না। সকলের সমর্থন, সকলের বিশ্বাস এবং সকলের প্রচেষ্টায় ভারত চলে।  সংখ্যালঘুদের নৈতিক অধিকারের প্রশ্নে মোদি বলেন, মানুষ যখন এই কথা বলে আমি সত্যিই অবাক হই। ভারত একটি প্রকৃত গণতন্ত্র। গণতন্ত্র আমাদের ডিএনএ’তে রয়েছে, আমাদের শিরায় রয়েছে।

মোদী আরও বলেন, আমাদের পূর্বসূরিরা গণতন্ত্রকে সংবিধানের আকারে প্রতিষ্ঠা করেছেন। আমাদের সরকার সেই সংবিধানের পথে চলে। আমাদের গণতন্ত্রে জাতি, লিঙ্গ, ধর্ম কোনও বিভেদের জায়গা নেই। যদি মানুষের কোনও মূল্য না থাকে, মানুষের অধিকার না থাকে, তা হলে সেটা কোনও গণতন্ত্রই না। ভারত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে, সবকা প্রয়াসের নীতিত নিয়ে চলে৷ এই গণতন্ত্রের অধিকার যার আছে, সে ঠিকই পায়। কোনও বৈষম্য করা হয় না। জনস্বার্থে যে সরকারি প্রকল্পগুলি রয়েছে তা সমস্ত যোগ্যরাই পান।

নরেন্দ্র মোদি বলেন, আপনি যখন গণতন্ত্র বলেন এবং গণতন্ত্রকে মেনে নেন, তখন বৈষম্যের কোনো স্থান নেই। ভারত সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে বিশ্বাস করে। ভারতের গণতান্ত্রিক মূল্যবোধে বৈষম্যের কোনো স্থান নেই। জাতি, গোষ্ঠী, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোনও বৈষম্য নেই।

ইউক্রেনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, শুরু থেকেই ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান খোঁজার উপর জোর দিয়ে আসছে। আমরা শান্তির ওপর জোর দিয়েছি। বিশ্ব শান্তিতে ভারত ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সহযোগিতা দিতে পারে।

Link copied!