মালালাকে ফের হত্যার হুমকি !

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১০:১৩ পিএম

মালালাকে ফের হত্যার হুমকি !

পাকিস্তানের নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইকে মঙ্গলবার টুইটারে হত্যার হুমকি দিয়েছে ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’এর প্রাক্তন মুখপাত্র এহসান । ২০১২ সালে মালালাকে গুলি করার আগে এরকমই হুমকি দিয়েছিল এই জঙ্গি। গত বৃহস্পতিবার এর প্রতিবাদ করে বিবৃতি দিয়েছেন মালালা।

এহসান টুইটাওে মালালার উদ্দেশে বলে,‘পরের বার আর কোনও ভুল হবে না।’ অর্থাৎ আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে, কোনও ভুল করা হবে না। হত্যা করা হবেই। ভয়ংকর এই হুমকির পরে বৃহস্পতিবার তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

মালালা ইউসুফ টুইটারে এক বিবৃতিতে লেখেন, `এক তহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার ও আরও অনেক নিরীহ মানুষের উপরে হামলার দায় স্বীকার করেছে। সে সোশ্যাল মিডিয়ায় ফের হুমকি দিতে শুরু করেছে।‘

পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা রাউফ হাসান বলেছেন, সরকার ওই হুমকি সম্পর্কে তদন্ত করছে। তারা টুইটার কর্তৃপক্ষকে ওই জঙ্গির অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছেন।

২০১৭ সালে এহসানকে পাকিস্তান সরকার গ্রেফতার করেছিল। ২০২০সালের জানুয়ারি মাসে জেল থেকে পালিয়ে যায় এহসান।

তথ্যসূত্র: দ্য হিন্দু

 

Link copied!