মিত্রদের সর্বাধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ০৯:৩৩ এএম

মিত্রদের সর্বাধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকায় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেবে মস্কো। একই সঙ্গে এসব দেশকে সর্বাধুনিক অস্ত্র বিক্রি ও সামরিক প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা করবে তার দেশ। সোমবার মস্কোয় এক অস্ত্র প্রদর্শনীতে এক বক্তব্যে এসব কথা বলেন পুতিন।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোর অদূরে রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী শুরু হয়েছে। নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে রাশিয়ার সক্ষমতা দেখানোর জন্যই এ প্রদর্শনীর আয়োজন করেছে মস্কো। সোমবার থেকে ওই প্রদর্শনী শুরু হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়ে বলেন, সমমনা দেশগুলোকে অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া।

প্রদর্শনীতে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা আমাদের মিত্রদের ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, আর্টিলারি থেকে যুদ্ধবিমান এবং মনুষ্যবিহীন ড্রোনের মতো সর্বাধুনিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছি।’ তিনি আরও বলেন, ‘এসব অস্ত্রের প্রায় সবই যুদ্ধে একাধিকবার ব্যবহার করা হয়েছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে বারবার পিছু হটেছে রাশিয়া। যুদ্ধে মস্কোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Link copied!