মিয়ানমারের জান্তা সরকারকে দেশটির আন্দোলনকারীদের প্রতি সহিংস আচরণ করা ও ইন্টারনেট সংযোগ বন্ধ করার মতো জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি জানিয়েছে জাতিসংঘ।
সোমবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক গণমাধ্যমকে জানান, এক আলোচনায় জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ দূত শ্রেনার বার্গনার জোর দিয়ে বলেছেন, ‘অবশ্যই দেশের শান্তিকামী সরকারের উচিত জনগনের মতপ্রকাশের স্বাধীণতাকে শ্রদ্ধা করা এবং রাষ্ট্রের প্রশাসন কখনোই জনগণের উপর দমন-পীড়ণ চালাতে পারেনা। ’ বার্গনার আরও জানান, ‘পুরো বিশ্ব মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিশ্বনেতারা অভুত্থান বিষয়ে কোনও সিদ্ধান্ত নিলে তা সামরিক সরকারের জন্য ভয়াবহ হবে বলে তিনি সামরিক সরকারকে হুঁশিয়ার করেছেন ।’
ইন্টারনেট পর্যবেক্ষক দল ‘নেটব্লক্স’ মঙ্গলবার সকালে এক টুইটে জানায়, মিয়ানমারের স্থানীয় সময় রাত ১ টায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তার প্রায় আট ঘণ্টা পর সকাল ৯ টায় পুনরায় সংযোগ চালু করা হয়।
মিয়ানমারে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার পরও গণআন্দোলনের দশম দিনে দেশটির প্রধান প্রধান শহরে জান্তা বিরোধী আন্দোলনে নেমেছে দেশটির গণতন্ত্রকামী জনগন।
তথ্যসূত্র: আলজাজিরা