মিয়ানমার: সহিংসতা বন্ধের আহ্বান প্রভাবশালী বৌদ্ধ সংগঠনের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২১, ০১:৫৬ পিএম

মিয়ানমার: সহিংসতা বন্ধের আহ্বান প্রভাবশালী বৌদ্ধ সংগঠনের

মিয়ানমারের প্রভাবশালী একটি বৌদ্ধ সংগঠন জান্তা সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন চালানোর জন্য ‘নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য’কে তাদের পক্ষ অভিযুক্ত করা হয়েছে।

‘দ্য স্টেট সংঘ মহানায়ক কমিটি’ নামক প্রভাবশালী এই সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশটির ধর্মমন্ত্রীর সাথে একটি বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে আলোচনার ফলাফল ও জান্তা সরকারের অবস্থান নিয়ে তাদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হবে। স্থানীয় বার্তা সংস্থা ‘মিয়ানমার নাউ’ এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। তাদের নের্তৃত্বে ২০০৭ সালে সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘জাফরান বিপ্লব’ হয়েছিল। তাদের এই সংগ্রাম, দেশটির দীর্ঘ দিনের সেনা শাসনের পর গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।

সংগঠনটির কোনও সদস্য কোনো প্রতিক্রিয়া না জানালেও, ধারণা করা হচ্ছে সেনা সরকারের উপর প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর সাথে শীঘ্রই তারা জরুরি কোনও বৈঠকে বসবেন।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারি জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। সেনা বাহিনীকে প্রত্যাখান করে বেসামরিক নাগরিকেরা প্রাণপন আন্দোলন করছে। এদিকে জান্তার হুকুমে নিরাপত্তা বাহিনীও নির্বিচারে মানুষ মারছে। ইতোমধ্যে অন্তত ১৮০ জন বিক্ষোভকারী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশ করছে শত শত মানুষ। এ নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ব সম্প্রদায়।

সূত্র: রয়টার্স।

  

Link copied!