মিয়ানমার: সেনাসমর্থিত পাঁচ চ্যানেল বন্ধ করল ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২১, ০৪:৫৩ পিএম

মিয়ানমার: সেনাসমর্থিত পাঁচ চ্যানেল বন্ধ করল ইউটিউব

মিয়ানমারের জান্তা নিয়ন্ত্রিত পাঁচটি ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও এর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার সেনাসমর্থিত পাঁচটি ইউটিউব চ্যানেল নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে ইউটিউব।

ইউটিউবের এক মুখপাত্র এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল সরিয়ে নিয়েছি। বেশ কয়েকটি ভিডিও-ও সরানো হয়েছ।‘

মার্কিন প্রযুক্তি সংস্থা জায়ান্টের মতে, ইউটিউব থেকে সরিয়ে ফেলা চ্যানেলগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় নেটওয়ার্ক এমআরটিভি, (মায়ানমার রেডিও ও টেলিভিশন), সামরিক মালিকানাধীন মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মায়ানমার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবারও মান্দালয়ে পুলিশের গুলিতে অন্তত একজন নিহত হয়েছে। এদিকে মিয়ানমারে বিক্ষোভের মধ্যেই স্থানীয় সময় দেড়টার দিকে ইয়াঙ্গুনসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স বিদ্যুৎ সরবরাহ করপোরেশনের সূত্রে জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটি থেকে এই ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যার দিকেই বিদ্যুৎ ফিরে আসে।

সূত্র: রয়টার্স।

Link copied!