মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে চীনের ভেটো

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৮:৩২ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে চীনের ভেটো

চীন ভেটো দেওয়ায় মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য মিয়ানমার পরিস্থিতি নিয়ে দুই ঘন্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে বসে। তবে চীন সমর্থন না দেওয়ায় তারা যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়।

বৈঠকের আগে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার সেনা অভ্যুত্থানের কড়া নিন্দা জানান। তিনি বলেন, এটা খুব স্পষ্ট যে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের মিয়ানমার–বিষয়ক বিশ্লেষক এলিয়ট প্রাসফ্রিম্যান বিবিসিকে বলেন, চীন কৌশলগতভাবে মিয়ানমারের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। চীন মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনাকে অভ্যন্তরীণ ইস্যু হিসেবে অভিহিত করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মিয়ানমারের পরিস্থিতিকে ‘মন্ত্রিসভায় রদবদল’হিসেবে উল্লেখ করছে। এলিয়ট মনে করেন, জাতিসংঘের বিবৃতিতেও মিয়ানমারে তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তন আসবে না।

মিয়ানমারের ক্ষমতা এখন সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের হাতে। দেশটির বাণিজ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রীসহ ১১ জনমন্ত্রী ও উপমন্ত্রীকে বদলানো হয়েছে। নতুন নির্বাচন কমিশন ও পুলিশপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল রাত পর্যন্ত মিয়ানমারের পরিস্থিতি ছিল শান্ত। প্রধান শহরগুলোয় সেনাবাহিনীর টহল চলেছে। তবে গতকাল রাতে ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা গাড়ির হর্ন ও থালাবাসন বাজিয়ে প্রতিবাদ জানান। মিয়ানমারের তরুণ ও শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন। ফেসবুক পেজে তাদের এই কর্মসূচিতে গতকাল পর্যন্ত এক লাখেরও বেশি লাইক পড়েছে।

সূত্র: বিবিসি ও আল-জাজিরা।

 

Link copied!