যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ১১:৪৯ এএম

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা

যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এক টেলিভিশন বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বরিস জনসন বলেন, ওমিক্রনের জোরালো ঢেউ আসছে। আর তা মোকাবিলায় এই সপ্তাহ থেকে ১৮ বছরের বেশি বয়সের সবাইকেই বুস্টার ডোজ প্রয়োগ শুরু করা হবে।

এদিকে যুক্তরাজ্যের করোনা সতর্কতা বাড়িয়ে লেভেল ৪ করা হয়েছে। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই সতর্কতা বাড়ানো হয়েছে। সর্বশেষ দেশটিতে এই মাত্রার সতর্কতা ছিল চলতি বছরের মে মাসে।

ওমিক্রন মোকাবিলায় ব্রিটিশ সরকারের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- এলাকাভিত্তক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য সামরিক বাহিনীর ৪২টি টিম, টিকা প্রয়োগের বাড়তি কেন্দ্র স্থাপন করা, টিকা কেন্দ্র খোলা রাখার সময় আগের চেয়ে বাড়ানো, হাজার হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া।

Link copied!