বেশ কয়েক মাস ধরে নিয়ন্ত্রণে থাকলেও যুক্তরাষ্ট্রে আবারও করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, করোনার ভয়ংকর ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটিতে সংক্রম অতিমাত্রায় বেড়ে যাচ্ছে।যুক্তরাষ্ট্রে গত ৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা গড়ে ১ লাখের উপরে আছে। এটি গত সপ্তাহের চেয়ে অন্তত ৩৫ ভাগ বেশি।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) দেশটিতে ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ সময় পর্যন্ত মারা গেছেন ৬ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন।
রয়টার্সের খবরে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লুসিয়ানা, ফ্লোরিডা এবং আরকানসাস রাজ্যেই বেশি লোক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি ৪০ ভাগ বেড়েছে। মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। ফলে দেশটির পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিসংখ্যান তুলে ধরে রয়টার্সের খবরে আরও বলা হয় , স্থানীয় সময় রবিবার (৮ আগস্ট) ফ্লোরিডাতে রেকর্ড ২৮ হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এই রাজ্যে করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও গত আট দিনের মধ্যে সবচেয়ে বেশি বলে রয়টার্সের খবরে বলা হয়।