যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৮, ২০২১, ০৮:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২০ মাস বন্ধ থাকার পর আজ (৮ নভেম্বর) থেকে সীমান্ত খুলে দেয়া হচ্ছে। তবে করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেয়া থাকলেই কেবল দেশটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর করোনা মহামারির শুরুর দিকে সংক্রমণ বিস্তার রোধে দেশটিতে পর্যটক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এই নিষেধাজ্ঞার কারণে প্রায় ৩০টি দেশের নাগরিকদের ওপর প্রভাব পড়েছে। অনেকে দীর্ঘদিন পরিবারের সঙ্গে দেখাও করতে পারেননি।

নতুন নিয়ম অনুসারে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়ার প্রমাণ থাকতে হবে। ভ্রমণের তিনদিন আগে করোনা টেস্ট নেগেটিভ ফলাফল পেতে হবে এবং তা দেখাতে হবে। এসব শর্ত মানলে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

প্যারিসভিত্তিক ট্রাভেল এজেন্সি জেটসেট ভয়েজের প্রধান জেরোমি থোমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি ‘অবিশ্বাস্য উত্থান’। ইতোমধ্যে দেশটিতে ভ্রমণের জন্য পর্যটকদের টিকেট বুকিং শুরু হয়ে গেছে।

৬৩ বছর বয়সী ব্রিটিশ নাগরিক অ্যালিসন হেনরি বলেন, ‘২০ মাস ধরে সন্তানকে না দেখা খুবই কষ্টদায়ক। আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই’।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে গত বছর মার্চে সীমান্ত বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। সীমান্ত বন্ধের এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে থাকা অ-মার্কিন নাগরিক। 

Link copied!