যুদ্ধ নয়, আত্মহত্যাতেই বেশি মার্কিন সেনার মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২১, ০১:৪২ পিএম

যুদ্ধ নয়, আত্মহত্যাতেই বেশি মার্কিন সেনার মৃত্যু

গত দুই দশকে যুদ্ধের ময়দানে যত মার্কিন সেনা প্রাণ হারিয়েছে তার চেয়ে চার গুণ সেনা মারা গেছেন আত্মহত্যার করে। বিশেষ করে অবসরপ্রাপ্ত প্রবীণ সেনা কর্মকর্তাদের মধ্যে এর প্রবণতা সবচেয়ে বেশি। ব্রাউন ইউনিভার্সিটির গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা তথ্যানুসারে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর থেকে দায়িত্বরত ও অবসরপ্রাপ্ত মিলিয়ে আনুমানিক ৩০ হাজার ১৭৭ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। বিপরীতে যুদ্ধের ময়দানে প্রাণ গেছে ৭ হাজার ৫৭ জনের।

গত ২০ বছরে আত্মহত্যাকারী মার্কিন সেনাদের মধ্যে প্রবীণের সংখ্যা অন্তত ২২ হাজার ২৬১ জন। আর ‘অ্যাকটিভ ডিউটি মেম্বার’ হিসেবে আত্মহত্যা করেছেন ৫ হাজার ১১৬ জন। ন্যাশনাল গার্ড ও রিজার্ভ বাহিনীর প্রথম ১০ বছরের হিসাব পাওয়া যায়নি। তবে ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত গার্ডের এক হাজার ১৯৩ জন এবং রিজার্ভের এক হাজার ৬০৭ জন নিজের প্রাণ নিয়েছেন।

প্রতিবেদনে আত্মহত্যা করা সেনা ৩০ হাজার ১৭৭ জন বলা হলেও এর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা প্রকাশ করা হয়। এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে বলে জানায় পেন্টাগন।

সূত্র: এনবিসি নিউজ

Link copied!