যে কারণে নতুন করে মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৩, ১০:২২ এএম

যে কারণে নতুন করে মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে অং সান সূচিকে সরিয়ে দেশটির ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার। বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে জান্তা সরকারের ওপর  চাপ বাড়াতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বাইডেন প্রশাসন জানিয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক বিবৃতির বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও ছয়টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অভিযোগ, ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমার সেনাবাহিনীকে বেসামরিক নাগরিকদের হামলা চালাতে পরোক্ষভঅবে সহায়তা করছে। তারা মিয়ানমার সেনাবাহিনীকে জঙ্গিবিমানের জ্বালানি সরবরাহ, আমদানি ও মজুত করতে সহায়তা করছে। এ ধরণের সহায়তা পেয়েই মিয়ানমার সেনাবাহিনী দেশটির বেসামরিক জনগণের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে বলে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অভিযোগ।  

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে বিশৃঙ্খলা চলছে।

বিক্ষোভকারীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। গঠিত হয়েছে জান্তাবিরোধী সরকার এবং প্রতিরোধ বাহিনী। রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে।

 

মার্কিন নিষেধাজ্ঞা জারির পর এ বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Link copied!