ইউক্রেনে হামলা হলে চুপ থাকবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৫:০২ পিএম

ইউক্রেনে হামলা হলে চুপ থাকবে যুক্তরাষ্ট্র

ইউক্রেন থেকে নিজের দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে চলমান অস্থিরতার মধ্যে বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে নাগরিকদের উদ্ধারে সেনা পাঠাতে পারবেন না তিনি।

রুশ-ইউক্রেন ইস্যুতে পুরো ইউরোপজুড়েই পরিস্থিতি দিনদিন ঘোলাটে হচ্ছে বলে মনে করে বাইডেন প্রশাসন। বেলজিয়ামে ন্যাটো বাহিনীর সেক্রেটারী জেনারেল জেনস স্টোলেনবার্গের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকিতে আছে ইউরোপ। রাশিয়া, চীন,ফ্রান্স ও  জার্মানীর নেতাদের দফায় দফায় বৈঠকেও সংকট নিরসনের কোন ফলপ্রসু ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক একেবারে তলানীতে থাকায় ব্রিটেনও রাশিয়ার বিরুদ্ধে যাবে না এমনটাই জনসনের কথায় ইঙ্গিত পাওয়া গেছে।

বৃহস্পতিবার দীর্ঘদিনের মিত্র বেলারুশের সঙ্গে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করে রাশিয়া। ইউক্রেন অভিযোগ করেছে, ইউক্রেনের জাহাজগুলোর সাগরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে  মস্কো। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যাতে মস্কোর নির্ধারিত রেড লাইন অতিক্রম করে ন্যাটোর সদস্য হতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ ইউক্রেন সীমান্তের কাছাকাছি আজব সাগর ও কৃষ্ণ সাগরে আগামী সপ্তাহে রুশ নৌবাহিনীর মহড়া শুরু করবে রাশিয়া।

মহড়ায় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হবে জানিয়ে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে মস্কো। আশংকা করা হচ্ছে রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালাতে চায় তবে ১০ দিনের স্থল সামরিক মহড়ার পর পানিতে নৌবাহিনীর মহড়া রুশ সেনাদের কিয়েভের আরও কাছে নিয়ে যাবে। যদিও ইউক্রেনে হামলার কোন ইচ্ছা নেই জানিয়ে রাশিয়া বলছে, মহড়া শেষেই রুশ সেনারা নিজেদের ক্যাম্পে ফিরে যাবেন।

মানচিত্রে ইউক্রেন

সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ হাজার রুশ সেনা মোতায়েনের পর পুরো ইউরোপজুড়েই অস্থিরতা তৈরি হয়েছে।  রাশিয়ার বাধা উপেক্ষা করে পশ্চিমা ও ইউরোপের ৩০টি  দেশের সামরিক সংগঠন ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের সাম্প্রতিক তৎপরতার পর রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে বিপুল সংখ্যাক এ সেনার মজুদ করেছে। ৪ কোটি মানুষের দেশ ইউক্রেন আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। আজব সাগর ও কৃষ্ণসাগরের উপকূলের দেশ ইউক্রেন। এর পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে রাশিয়া, উত্তরে বেলারুশ, পশ্চিমে স্লোভাকিয়া, হাঙ্গেরী ও পোল্যান্ড, দক্ষিণে রোমানিয়া এবং রিপাবলিক অব মলদোবা অবস্থিত। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে আলাদা করে নিজেদের দখলে নেয় রাশিয়া। এরপর থেকে ক্রিমিয়ার ডোনবাস শহরে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে রুশপন্থীদের সংঘর্ষ চলমান রয়েছে।  

আরও পড়তে পারেন

ইউক্রেন ইস্যুতে জোরালো কূটনৈতিক তৎপরতা ইউরোপজুড়ে

Link copied!