আগস্ট ১১, ২০২১, ০৯:৪৮ পিএম
টাকার বিনিময়ে রুশ গোয়েন্দা সংস্থার হাতে গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছেন, এমন সন্দেহে বার্লিনের ব্রিটিশ দূতাবাসে কাজ করা যুক্তরাজ্যের এক নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।
বুধবার (১১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসা ও অফিসে তল্লাশি চালানো হয়েছে। তাকে একজন তদন্তকারী বিচারকের সামনে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ডেভিড এস নামে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে; তার বাসা ও কর্মস্থলে তল্লাশি চালানো হয়েছে। জার্মানিতে গ্রেপ্তার নাগরিকের বয়স ৫৭ বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।
“অন্তত একবার তিনি পেশার সুবাধে পাওয়া নথি রুশ গোয়েন্দা সংস্থার প্রতিনিধির হাতে তুলে দিয়েছিলেন। এর বিনিময়ে অভিযুক্ত এই ব্যক্তি অর্থ পেয়েছেন, যদিও এর পরিমাণ জানতে পারিনি আমরা,” এক বিবৃতিতে এমনটাই বলেছেন জার্মানির প্রধান কেন্দ্রীয় কৌঁসুলি।
এই প্রসঙ্গে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ও ফরেন ইন্টিলিজেন্স সার্ভিসের (এসবিআর) কাছে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার ওই ব্যক্তিকে বার্লিনের বাইরে পটসডাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি ব্রিটিশ দূতাবাসে কর্মরত থাকায় তার বিরুদ্ধে জার্মান ও ব্রিটিশ কর্তৃপক্ষকে যৌথ তদন্ত চালাতে হয়, বলেছেন কৌঁসুলিরা।
পশ্চিমা নিরাপত্তা সূত্র জানিয়েছে, নগদ অর্থ উপার্জনের আশায় দূতাবাসের ওই কর্মচারী এ কাজ করেছে। এর পেছেনে অন্য কোনো কারণ নেই বলে মনে করা হচ্ছে। স্থানীয়ভাবে নিযুক্ত ওই ব্যক্তির পক্ষে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া সম্ভব নয়। ব্রিটেনের এমআই ৫ কাউন্টার-ইন্টেলিজেন্স সার্ভিস তাকে ধরার কাজে সহায়তা করেছে।
অন্যদিকে মস্কো ও বেইজিং বলছে, পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে- এমন সন্দেহবাতিকগ্রস্ত হয়ে উঠছে।
রাশিয়া ও চীন উভয় দেশই অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ, বিভাজন সৃষ্টি, প্রযুক্তি চুরির আকাঙ্ক্ষা ও সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: রয়টার্স।