জুলাই ২১, ২০২৩, ০৯:১২ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন। রুশ বাহিনীর প্রতিরক্ষামূলক অবস্থান ও অপারেশনে এসব বোমা ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এ তথ্য নিশ্চিত করেছেন।
কানাডা, যুক্তরাজ্য, স্পেনসহ বেশ কয়েকটি মিত্র দেশ বিতর্কিত ও গণবিধ্বংসী ক্লাস্টার বোমা ইউক্রেনকে সরবরাহে আপত্তি জানালেও তা অগ্রাহ্য করে জো বাইডেন সরকার দেশটিকে ক্লাস্টার বোমা সরবরাহ করে।
ক্লাস্টার বোমাসহ নতুন অস্ত্র প্যাকেজের ঘোষণা ৭ জুলাই দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে তিন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টদের উদ্বৃতি করে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে ওই অস্ত্র ইউক্রেনে পাঠানোর সুপারিশ করা হয়।
ক্লাস্টার বোমার বিশেষত্ব হলো- এতে একাধিক বিস্ফোরক বোম্বলেট থাকে। বছরের পর বছর এ বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে পারে এবং যুদ্ধ শেষ হলেও পরে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। তাই সমরবিদরা এই বোমাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করেন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেনসহ বিশ্বের ১২৩ দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ওই চুক্তিকে সই করেনি।
প্রসঙ্গত, রুশ বাহিনীর বিরুদ্ধে গোলাবারুদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে ক্লাস্টার বোমা ও অন্যান্য অস্ত্র চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা দেন।