রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে আইনজীবী প্যানেল গঠন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৬, ২০২১, ০৪:৩২ এএম

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে আইনজীবী প্যানেল গঠন

নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন করে আইনজীবি প্যানেল গঠন করেছে মিয়ানমারের জান্তা সরকার। বৃহস্পতিবার (২৪ জুন) মিয়ানমার গেজেটে প্রকাশিত এক বুলেটিনের মাধ্যমে বিষয়টি জানান দেওয়া হয়েছে।

ক্ষমতাসীন জান্তা সরকার পররাষ্ট্রমন্ত্রী উন্না মং এলউইনকে প্রধান করে আইনজীবিদের নতুন এই প্যানেলটি গঠন করা হয়েছে।

সেনা অভ্যুত্থানের আগে এই দায়িত্ব পালন করছিলেন মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সুচি।

প্যানেলটিতে রয়েছেন আটজন আইনজীবি। তাদের মধ্যে দু’জন সাবেক সেনা কর্মকর্তা। উন্না মং এলউইন প্যানেলের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। আরেকজন হলেন জান্তা সরকারের পরিকল্পনা, অর্থ ও শিল্প মন্ত্রী উইন সেইন। আর দু’জন হলেন কর্মরত লে. জেনারেল – ইয়ার পায়ে এবং এ্যাডজুটেন্ট জেনারেল মাইও জো থেইন।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী কো কো হেলং। তিনি ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেল দো থিডা উ, ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাইয়ো মাইয়ো হলাট, আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ দো খিন ও হলাং এবং একজন হলেন জান্তা সরকারের সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা বোর্ডের সদস্য।

২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে সেনা তাণ্ডবের শিকার হয়ে প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। এ সময় রোহিঙ্গাদের উপর চালানো হয় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুন্ঠন এবং রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদের বাস্তুচ্যুত করা হয়। ২০১৯ সালের নভেম্বর মাসে আফ্রিকান দেশ গাম্বিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার সেনা বাহিনীর বিরুদ্ধে গণহত্যার মামলার দায়ের করে। 

সূত্র: ইরাবতি।

 

Link copied!