রোহিঙ্গাদের জন্য ১৭০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২২, ১২:২৮ পিএম

রোহিঙ্গাদের জন্য ১৭০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের অভ্যন্তরে এবং বাইরে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১৭০মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও মানবিক সহায়তা দিতে এই অর্থ দেয়া হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কক্সবাজারের ক্যাম্পগুলোতে ও ভাসানচরে বসবাসকারী শরণার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ও জীবনমুখী উপযোগী পরিষেবাগুলো বজায় রাখতে এই অর্থ দেবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মিলিত আন্তর্জাতিক মানবিক সহায়তার অত্যাবশ্যক পদক্ষেপ হিসেবে আমরা বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষায় কাজ করছি। যাতে তারা নতুনভাবে জীবন গড়তে পারে।

ব্লিঙ্কেন বলেন, পাঁচ বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অভিযান চালায়। তারা গ্রামগুলো ধ্বংস করে, ধর্ষণ, নির্যাতন এবং বড় আকারের সহিংসতা ঘটায়। তারা হাজার হাজার রোহিঙ্গা পুরুষ, নারী এবং শিশুকে হত্যা করে। ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

Link copied!