শাখারভ পুরস্কার পেলেন পুতিনের সমালোচক নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ০৪:২৪ পিএম

শাখারভ পুরস্কার পেলেন পুতিনের সমালোচক নাভালনি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক কারাবন্দি অ্যালেক্সেই নাভালনিকে ইউরোপীয় পার্লামেন্টের বার্ষিক মানবাধিকার পুরস্কার ‘শাখারভ পুরষ্কার’ দেওয়া হয়েছে। বুধবার (২০ অক্টোবর) তার নাম ঘোষণা করা হয়েছে।

২০২০ সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন ৪৫ বছর বয়সী নাভালনি। তার বিরুদ্ধে প্যারলের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

নাভালনিকে কারাবন্দি ও নার্ভ এজেন্ট প্রয়োগের ঘটনায় বেশ কয়েক রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এক টুইট পোস্টে ইউরোপীয় পার্লামেন্ট বলছে, ভ্লাদিমির পুতিন সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এতে তার স্বাধীনতা হরণ করা হয়েছে, জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই অসম সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এই সময় অতি সত্বর নাভালনির মুক্তি দাবি করেছে ইউরোপীয় পার্লামেন্ট। চিন্তার স্বাধীনতার জন্য দেওয়া ৫০ হাজার ডলারের শাখারভ পুরস্কার এর আগে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজায়ী।

রুশ ভিন্নমতাবলম্বী অ্যান্দ্রেই শাখারভের নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। 

এ পুরস্কারকে নিজের জন্য সম্মানের বলে মন্তব্য করে নাভালনি জানিয়েছেন, এটি শুধু সম্মানেরই নয়, এক বিরাট দায়িত্বও। তিনি আরও বলেন, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, তাদের একজন আমি। ইউরোপীয় পার্লামেন্টের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের কাজকে ব্যাপক প্রশংসা করেছেন। আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করে যাব।

Link copied!