শেনজেন কি হংকংয়ের বিকল্প হয়ে উঠছে?

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১০, ২০২১, ১২:১৮ এএম

শেনজেন কি হংকংয়ের বিকল্প হয়ে উঠছে?

১৯৮০’র দশকে চীনের উপকূলীয় শহর শেনজেন ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মৎসজীবীদের গ্রাম। কিন্তু বর্তমানে এটি চীনের "সিলিকন ভ্যালি" খ্যাত একটি ব্যয়বহুল, আধুনিক নগর এবং বিজ্ঞানের এক বিস্ময়ে পরিগণিত হয়েছে। শেনজেনে এখন টেনসেন্ট, জেডটিই এবং হুয়াওয়ের মতো প্রযুক্তিজায়ান্টের অবস্থান।

বিগত কয়েকদশক ধরে শেনজেনের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও অবকাশকেন্দ্রে উচ্চ বেতনের চাকরির ফলে বিশ্বের তরুণ,উদ্যোমী, আত্মবিশ্বাসী কর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উপককূলীয় এলাকা হওয়ায় এই শহরকে কেন্দ্র করে বহু ব্যবসা এবং বিলাসবহুল কেন্দ্র গড়ে উঠেছে। তবে ভৌগলিকভাবে এর অবস্থান হংকং এর পাশে হওয়ায় শহরটি একই সাথে আশীর্বাদ এবং অভিশাপে পরিনত হয়েছে।

এতদিন হংকং ছিল আন্তর্জাতিক বিনিয়োগকারী, ধনকুবের ও সারা বিশ্বের ভ্রমণপিপাসুদের তীর্থস্থান। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন বিক্ষোভ, সামাজিক অস্থিরতা এবং বৈশ্বিক করোনা মহামারি হংকংকে এত বেশি ক্ষকিগ্রস্ত করেছে যে, পূর্বের বিলাসবহুল হটস্পট তার আবেদন অনেকটাই হারিয়েছে।

অর্থাৎ, চীনের শেনজেন অচিরেই তার প্রতিবেশী দেশ হংকংয়ের কাছ থেকে বিলাসবহুল তকমা কেড়ে নিতে যাচ্ছে।

 আসুন এক নজরে দেখে নেওয়া যাক কেন বিলাসবহুল ব্র্যান্ডগুলি এখন হংকংয়ের পরিবর্তে শেনজেনের দিকে ঝুঁকছে-

অতীতে হংকংয়ে নতুন কোনও ব্যবসা শুরু করা মানে ছিল ব্যবসায়ে ঝুঁকির বিষয়ে অনেকটাই নির্ভার থাকা। কারণ ব্যবসার জন্য হংকংয়ের বাজার অনেকটাই উপযুক্ত ও স্থিতিশীল ছিল। তবে পরিবর্তীত বিশ্বে করোনা মহামারি, ক্রমাগত নাগরিক অসন্তোষ ও অস্থিতিশীলতার কারণে হংকংয়ে ব্যবসা করা বিলাসবহুল ব্র্যান্ডগুলির ব্যবসায় রীতিমতো ধস নেমেছে। তাদের বিপণন ব্যবস্থা নতুন করে শুরু করতে হবে, । স্বাভাবিকভাবেই নতুন করে শুরু করার এই প্রক্রিয়াটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ এবং এতবড় ক্ষতি কোনও ব্যবসায়ে প্রতিষ্ঠানের জন্যই কাম্য নয়। বিপরীতে, শেনজেন এখনও করোনা বা অন্যান্য কোনও বাধা ততবেশি ভয়ের কারণ হয়নি।

এছাড়াও শেনজেনে প্রযুক্তিবিদদের সৃষ্ট ক্রমবর্ধমান সুযোগ-সুবিধার কারণে উদীয়মান ও সম্ভাবণাময় তরুণদের অনেক বেশি আকর্ষণ রয়েছে শেনজেনের প্রতি। অধিকাংশ গ্রাহক বর্তমানে বেশি ব্যয় করে হলেও তাদের কাজটা যথাযথভাবে করতে চায়।

অন্যদিকে এটি শেনজেন এর স্থানীয় সরকার ভোক্তাদের ব্যয় বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নেওয়ায় ব্যবসায়ীরা বেশি উপকৃত হচ্ছে। যেমন: বৃহৎ ব্যবসা্ প্রতিষ্ঠান যারা হংকং থেকে তাদের প্রধান শাখা স্থাপন করেছে ব্যবসার ক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

২০১৮ সালে প্রখমবারের মতো শেনজেনের জিডিপি  হংকংয়ের জিডিপিকে ছাড়িয়ে যায়্। বর্তমানে হংকংয়ের আগের সুনাম অনেকটাই ফিকে হয়ে যাওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন হংকংয়ে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। যেসব প্রতিষ্ঠান এখনও টিকে আছে তারাও ক্রমেই তাদের ব্যবসার পরিসর কমিয়ে আনছে। অন্যদিকে শেনজেন ব্যবসায়ী গোষ্ঠী ও উদ্যোক্তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। ফলে অনেকেই হংকং থেকে ব্যবসা গুটিয়ে শেনজেনে গিয়ে পসরা সাজাচ্ছেন।

 সূত্র: জিং ডেইলি।

Link copied!