সন্ধ্যায় সিন্ধু ও গুজরাটে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৩, ০৯:২১ এএম

সন্ধ্যায় সিন্ধু ও গুজরাটে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ভারত ও পাকিস্তানের উপকূলের দিকে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে গুজরাট ও সিন্ধু প্রদেশে। ওই সময় বাতাসের গতিবেগ হতে পারে দেড়শ কিলোমিটার পর্যন্ত।

তবে এটি ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের করাচিতে সরাসরি কোনো আঘাত হানবে না।

ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুজরাটের উপকূলীয় ও নিচু এলাকা থেকে ৭৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ এবং ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর সর্বশেষ তথ্যে জানিয়েছে, ক্যাটাগরিত-৩ এর ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’-এর প্রভাবে উপকূলে ১৩০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে।

এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাটের কুচ, দেবভূমি দরগা এবং জামনগরে অতিবৃষ্টি হতে পারে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলছে, সিন্ধু প্রদেশের কেটি বন্দর দিয়ে প্রবেশ করবে ‘বিপর্যয়’। এগিয়ে যাবে উত্তর-পূর্ব দিকে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৬৭ হাজার মানুষকে।

Link copied!