হাইতিতে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৩০৪

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২১, ০৯:২৮ এএম

হাইতিতে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৩০৪

উত্তর আমেরিকার দেশ হাইতির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে অন্তত ১ হাজার ৮০০ জনের বেশি লোক আহত হয়েছেন। এখনও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির সিভিল প্রোটেকশন সার্ভিসের বরাত  দিয়ে রয়টার্সের খবরে এসব তথ্য জানানো হয়।    

স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ক্যারিবিয়ান এই দেশটিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, হাইতির রাজধানী থেকে পোর্ট অ প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। রাজধানী পোর্ট–অ–প্রিন্সসহ প্রতিবেশী দেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর ইউএসজিএস সুনামি সতর্কতা জারি করে জানিয়েছিল, হাইতির উপকূল বরাবর তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। তবে, দ্রুত তারা সেই সতর্কতা তুলে নেয়। 

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ৭ দশমিক ২ মাত্রার বূমিকম্পের কথা বললেও ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের পরিচালক সামান্থা পাওয়ারকে হাইতিকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ১২ জানুয়ারি এই দেশটিতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই সময় দেশটির প্রধানমন্ত্রী জিয়েন ম্যাক্স বেলেরাইভ জানিয়েছিলেন, ভূমিকম্পে ৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ নিহত হয়। শক্তিশালী ভূমিকম্পের ক্ষত এখনও কাটিয়ে উঠতে না পারেনি হাইতি। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এমতাবস্থায় শনিবার (১৪ আগস্ট) দেশটিতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো।

Link copied!